নগরীতে বিএনপি ও জামায়াতের পৃথক ঝটিকা মিছিল, আটক ৫

আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে হরতাল সমর্থনে পৃথক মিছিল করেছে বিএনপি ও জামায়াত। শনিবার (১৮ নভেম্বর) রাত আটটার নগরীর সাহেববাজার থেকে মিছিল বের করে বিএনপি। মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে শিরোইল এলাকায় ঝটিকা মিছিল বের করেছিল জামায়াতে ইসলামী। স্থানীয় আওয়ামী লীগের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে মিছিল। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্থনে সাহেববাজার থেকে মিছিল বের করে। পুলিশ গিয়ে সেখানে বাধা দেয়। মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, শনিবার রাতে শিরোইল এলাকায় শিবির মিছিল বের করে। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। পুলিশ গিয়ে সেখানে কাউকে পায়নি।

তবে বিএনপির পাঁচ নেতাকর্মীর পরিচয় দিতে পারেনি পুলিশ। জানা গেছে মিছিল থেকে আটক হয়েছে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শরিফুজ্জামান শামীম। বাকি তিনজনে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে পুলিশের বাধায় ঘটনাস্থলে পড়ে গিয়ে আহত হয়েছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা।

এই ঘটনায় পর থেকেই রাজশাহী সাহেববাজার ও শিরোইল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান বোয়ালিয়া থানার ওসি।