রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে বৈদ্যুতিক শকসার্কিট হয়ে বিদ্যুতের পোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পোলের সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তার, ডিস লাইনের তার ও ইন্টারনেটের তার পুড়ে গেছে। গত সোমবার দিবাগতে তালাইমারি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে তালাইমারি থেকে কাঁটাখালী এলাকা পর্যন্ত বিদ্যুৎ, ডিশ ও ইন্টারনেট সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, তালাইমারি এলাকায় একটি পোলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকসার্কিট হয়েছে। এর ফলে পোলের সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তার, ডিস ও ইন্টারনেট সংযোগের তার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পোলের নিচে থাকা একটি চায়ের দোকানের কিছু অংশ। তবে এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয় নি।