নিজস্ব প্রতিবেদক:মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি ও দোয়া মাহফিল, খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক গোরস্থানে জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, নগর আ’লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগে সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় রাসিক মেয়র হিসেবে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে মরহুমার সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজশাহী মহানগর আ’লীগের নেতৃবৃন্দ। এ সময় নগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর থানা ও ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণের পর সমাধিস্থল প্রাঙ্গণে জাহানারা জামানের সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন নগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মরহুমার পরিবারের সদস্য শাহীন আকতার রেণী ও ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। এছাড়াও নগরীর এতিমখানা ও মাদ্রাসায় মানবভোজ বিতরণ করা হয়।
সভায় শাহীন আকতার রেণী স্মৃতিারণ করে বলেন, জাহানারা জামান আমার শাশুড়ি, তিনি আমাকে নিজের পুত্রবধূ নন, নিজের মেয়ের মতই ভালোবাসতেন। বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দিতেন। তিনি সাহসিকতার সাথে বলিষ্ঠ ভাবে সব প্রতিকূলতার মোকাবিলা করে তাঁর দুই ছেলে ও চার মেয়েকে শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে ও গরিমায় যোগ্য করে গড়ে তুলতে কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তবুও তিনি বিচলিত হননি, থেমে যাননি। তারই ফলশ্রুতিতে মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং অন্য সন্তান-সন্তুতিদের যোগ্য আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
জাহানারা জামানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহ্ফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান,
হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর মহিলা আ’লীগ সভাপতি সালমা রেজা, নগর যুব মহিলা লীগ সভাপতি এড. ইসমত আরা, সাধারণ-সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু,
নগর ছাত্রলীগ সাধারণ-সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান-বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল-গালিব, রুয়েট ছাত্রলীগ সভাপতি লিমন ইসলাম-লতিফ, সাধারণ-সম্পাদক সৌমিক সাহা প্রমুখ।
রাসিক :
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে কাদিরগঞ্জে মরহুমার সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাদ জোহর মরহুমা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় নগরীর সোনাদিঘি মসজিদ ও নগর ভবন মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগে সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম আল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাসিকের সংরক্ষিত ওয়ার্ড নং -১ মোসাঃ তাহেরা খাতুন, সংরক্ষিত ওয়ার্ড নং -২ মোসাঃ শিউলি খাতুন, সংরক্ষিত ওয়ার্ড নং -৩ মোসাঃ সেবুন নেসা, সংরক্ষিত ওয়ার্ড নং -৪ আলতাফুন নেছা, সংরক্ষিত ওয়ার্ড নং -৫ মোসাঃ সামসুন নাহার, সংরক্ষিত ওয়ার্ড নং ৬ মোসাঃ মমতাজ মহল, সংরক্ষিত ওয়ার্ড নং -৭ সুলতানা আহমেদ সাগরিকা, সংরক্ষিত ওয়ার্ড নং -৮ মোসাঃ নাদিরা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-৯ মোসাঃ ফেরদৌসী, সংরক্ষিত ওয়ার্ড নং-১০ সুলতানা রাজিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী,
২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জানে আলম খান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী সরদার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী,
২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান (বাচ্চু), ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন কাউন্সিলরবৃন্দ, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও রাজশাহীর সকল মসজিদে দোয়া:
মরহুমা জাহানারা জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি মহিউদ্দিন কাশেম। বাদ জোহর নগর ভবন মসজিদ সহ রাজশাহী মহানগর সকল মসজিদ ও মাদ্রাসায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর উদ্যোগে জামিআ দারুল উসওয়া মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি মাওঃ আইয়ুব আলীর সভাপতিত্ব এবং সংগঠনের বর্তমান সভাপতি মাওঃ মোঃ আব্দুল গনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ওমর ফারুক, সদস্য মাওঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, ১৩নং ওয়ার্ডমাওঃ ইকবাল হোসেন। সঞ্চালনা করেন মুফতী মোঃ হুসাইন আহম্মদ।
মুক্তিযোদ্ধা সংসদ :
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ নেতা এ.এইচ.এম. কামারুজ্জামান এর সহধর্মিনী ও আধুনিক রাজশাহী মহানগরের রূপকার সিটি মেয়র জননেতা এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন কল্পে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ড যৌথভাবে কতিপয় গুরুত্বপূর্ণ কর্মসূচী গ্রহণ করে। এতে মুক্তিযোদ্ধা নামীয় সংগঠন সমূহ অংশ গ্রহণ করে। কর্মসূচী ছিল, সকাল ১১টায় মরহুমের স্মরণে মুক্তিযোদ্ধাদের শোক র্যালি কাদিরগঞ্জের কবরস্থানে গমন ও পুষ্পস্তবক অর্পন, ১মিনিট নীরবতা পালন, সকাল ১১.৩০মিনিট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে (জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে) ভারপ্রাপ্ত কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা শাহাদুল হকের সভাপতিত্বে এবং জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম ইয়াছিন আলী মোল্লার সঞ্চালনায় মুক্তিযুদ্ধকালীন সময়ে ও পরবর্তীতে দেশ ও জাতিগঠনের রাজনীতিতে মরহুমার দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরে এক মনোজ্ঞ আলোচনা সভা ও দোওয়া অনুষ্ঠিত হয়।
জাহানারা জামানের এসকল কর্মসূচীতে অংশ গ্রহণ করেন- রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ডেপুটি কমান্ডার/২০১৪ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্দ’৭১ (কানপাড়া) নেতা বীরমুক্তিযোদ্ধা আহাম্মদ আলী প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা এস.এম. মাহাবুব আলম, বীরমুক্তিযোদ্ধা বয়েন উদ্দীন ও বীরমুক্তিযোদ্ধা বাবু উপেন্দ্র চন্দ্র দাস, আওয়ামী মুক্তিযোদ্ধালীগের মহানগর নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ^াস ও জেলা নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য অধ্যাপক কায়সার আহমেদ, সাংবাদিক হীরা, শেখ জলি, নাফিজ হাসান তন্ময় ও বাধন প্রমুখ।