শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও আরএমপির অন্যান্য অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত, ৩ জন মাদক মামলায় এবং বাকি ৬ জন বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ কর্মী আলী মোহাম্মদ নুসায়ের (৪০) ওরফে ইমন এবং মোঃ শাহিন (২৩)। আলী মোহাম্মদ নুসায়ের রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা পুকুরপাড় এলাকার মোঃ এসকেন্দার আলী ওরফে নোভেল মোল্লার ছেলে। শাহিন একই থানার ধরমপুর এলাকার মোঃ রবকুলের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।