সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ২৩ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী এবং ২৮ জন অন্যান্য মামলার আসামি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।