নগরীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন

আপডেট: মে ১৭, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রনে রাখুন এবং সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়।

শুক্রবার (১৭ মে) সকাল ৮ টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভবনে আলোচনা সভা, সেমিনার ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো. আব্দুল মান্নান।

বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমান, সহ-সভাপতি মো. হাসেন আলী, সহ-সভাপতি ও চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছ উদ্দিন ও কোষাধ্যক্ষ মো. এনামুল হক।

কি-ওয়ার্ড উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এএসএম সায়েম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এটি মহামারি ন্যায় ছড়িয়ে পড়েছে। এই রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পাশাপাশি এই রোগের জটিলতা ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার উদ্দেশ্যেই প্রতি বছর ১৭ মে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ হিসেবে পালন করা হয়। বয়স এবং লিঙ্গভেদে রক্তচাপ স্বাভাবিক মাত্রার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ এবং কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে।

অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগ এবং পৃষ্টপোষকতা করে অপসোনিন ফার্মা লিমিটেড এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানে হার্ট ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ