বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য রালী হয়েছে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ ডাক বিভাগ উত্তরাঞ্চল রাজশাহীর উদ্যেগে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ডাক বিভাগ উত্তরাঞ্চল রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল শফিকুল আলম। র্যালীতে অংশগ্রহণ করেন, রাজশাহী জিপিওর উর্ধ্বতন পোস্টমাস্টার এমদাদুল বারী, রাজশাহী বিভাগের ডিপিএমজি প্রদীপ কুমারসহ রাজশাহী ডাক বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের প্রতিনিধিরা। ডাক বিভাগের বিভিন্ন সেবা সংক্রান্ত শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ডে সুসজ্জিত র্যালিটি রাজশাহী জিপিও থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজিয়েট স্কুলে গিয়ে শেষ হয়।