মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রে উদযাপিত হয় ১৩ তম বিশ্ব বেতার দিবস। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বেলা ১১টায় বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর দিবসের আবহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাজশাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
বিশ্ব বেতার আঞ্চলিক পরিচালক হাসান আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী। স্বাগত বক্তব্য দেন উপ-আঞ্চলিক পরিচালক শিউলি রানী বসু। শুভেচ্ছা বক্তব্য দেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম ও আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মমতাজ পারভিন। অনুষ্ঠানে রাজশাহী বেতার অঞ্চলের বিভিন্ন কমিউনিটি রেডিওর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হন। আগত শ্রোতাক্লাবের সদস্যদের জন্য উপস্থিত কুইজ ও পুরস্কার প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেতার দিবসের আয়োজনের সমাপ্তি হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রুখসানা আকতার লাকী ও শিখা খাতুন।