নগরীতে বৃক্ষ মেলার উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” – শ্লোগানে রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রেলগেট থেকে রেলি করে নগর ভবনের গ্রীন প্লাজায় এসে ফিতা কেটে বেলুন পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর।

এরপর বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি ছিলেন. ডিআইজি, রাজশাহী রেঞ্জ পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ আমিনুল ইসলাম, বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, বগুড়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী।
স্বাগত বক্তব্য দেন, ্বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী মো. রফিকুজ্জামান শাহ

এ বিভাগের অন্যান্য সংবাদ