নগরীতে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


ইএসডিও এনহ্যান্স এমারজেন্সি রেসপোন্সেস থ্রো সোশ্যাল এন্ড ইকোনোমিক প্রোটেকশন ফর আরবান স্লাম ডুয়েলার্স ফর এড্রেসিং নিউ নরমাল সিচ্যুয়েশন অফ কোভিড-১৯ (রেসকিউ) প্রকল্পের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নগরভবনের সিডিসি প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আঞ্চলিক ও বেসরকারী পর্যায়ের ষ্টেকহোল্ডারদের সাথে নগরীর বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের নিজ প্রতিষ্ঠানে ইএসডিও রেসকিউ প্রকল্পের প্রশিক্ষনপ্রাপ্ত দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং পাশাপাশি তাদের নিজ প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কর্মীর নিয়োগের ব্যাপারে নিয়ম কানুন এবং নীতিমালা সমূহ তুলে ধরেন।

ইএসডিও-রেসকিউ প্রকল্প কর্তৃক পার্সেল ডেলিভারী সার্ভিস ও ফুড সার্ভিস এটেনডেন্ট ট্রেডের উপর প্রশিক্ষনকে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অত্যন্ত যুগোপযোগী বলে অভিমত ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ রেসকিউ প্রকল্প কর্তৃক প্রশিক্ষনপ্রাপ্তদের নামের তালিকা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরণ করার জন্য ইএসডিও কে পরামর্শ প্রদান করেন। ফলে ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানে নিয়োগের সময় উক্ত তালিকা থেকে কর্মী যাচাই বাছাই করে নিয়োগ প্রদান করার কাজটি সহজ হবে।

RESCUE প্রকল্পটি Climate Bridge Fund (Climate Bridge Fund হলো একটি ট্রাষ্ট ফান্ড যা KfW এর মাধ্যমে জার্মানি সরকারের সহায়তায় ব্রাক দ্বারা প্রতিষ্ঠিত) এর আর্থিক সহায়তায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কারিগরি সহায়তায় রাসিকের পাঁচটি ওয়ার্ডে বাস্তবায়ন করছে।

ইএসডিও রেসকিউ প্রকল্পের ফোকাল পারসন ও রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইএসডিও রেসকিউ প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন শুক্লা মুখার্জ্জী, ট্রেইনার কাম এমএন্ডই অফিসার, রেসকিউ প্রকল্প, ইএসডিও।

এ বিভাগের অন্যান্য সংবাদ