নগরীতে বেগম রোকেয়া দিবসের কর্মসূচি

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ

তথ্যবিবরণী:


আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজশাহী কার্যালয়।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ