নগরীতে বৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

আপডেট: নভেম্বর ২৯, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



মহানগরীর তালাইমারি,অকট্রয় মোড় ও কাজলা, এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে অকট্রয় মোড় ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়ছে।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, অকট্রয় মোড় ব্যবসা সমিতির সহসভাপতি সালাহ্ উদ্দিন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সড়ক ও জনপথ বিভাগ নিরাপদ সড়কের নামে তালাইমারি, অকট্রয় মোড়, কাজলা, এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এই উচ্ছেদ অভিযানকে স্থানীয় ব্যবসায়ীরা সাধুবাদ জানালেও উচ্ছেদের নামে যেসব বৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। এর ফলে ওই এলাকায় প্রায় ১০টি বৈধ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ আগাম কোন লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই এসব বৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়। এতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে  যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এই দাবি মানা না হলে মামলা দায়ের ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন ভুক্তভুগি ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে অকট্রয় মোড় ব্যবসায়ী সমিতির পক্ষে রাহিদ, আমিনুল, শ্রী প্রশান্ত সরকার, জাহাঙ্গীর আলম, স্বপন, শিমুল, জুয়েল, মানিকসহ সমিতির ৪০ জন ব্যবসায়ি উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ