সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন ও ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন করেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
পরে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান। রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসকে ঘিরে হাইকমিশনার কার্যালকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
সন্ধ্যায় স্থানীয় নানকিং দরবার হলে নৈশ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও মিসেস পট্টালিকা চট্টোপাধ্যায় অতিথিদের স্বাগত জানান।