নগরীতে মহানগর কাপ ক্রিকেটে বড় জয় আল রশিদ একাডেমির

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



বৈকালী সংঘ আয়োজিত মহানগর কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় জয়লাভ করেছে আল রশিদ ক্রিকেট একাডেমি ‘বি’ দল।
গতকাল নগরীর কালেক্টরেট মাঠে উদ্বোধনী খেলায় আল রশিদ ক্রিকেট একাডেমি ‘বি’ দল ১০ উইকেটে হারিয়েছে ভাটাপাড়া যুব সংঘকে। প্রথমে ব্যাট করতে নেমে ভাটাপাড়া যুব সংঘ ৩৪.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৮ রান করে। দলের শফিক ৫২, শিমুল ২৮ রান করে। বিপক্ষ দলের সনি ৩৪ রানে ৩টি ও সাব্বির ৩৫ রানে ৩টি উইকেট লাভ করেন। জবাবে আল রশিদ ক্রিকেট একাডেমি ‘বি’ দল ২০.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৪০ রান করেছে। দলের লিটন অপরাজিত ৬৭ ও হৃদয় ৬১ রান করেছেন।
এদিকে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই আমরা পাব আদর্শ নাগরিক। এরই ফলে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
তিনি আরো বলেন, খেলোয়াড়দের প্রশিক্ষণসহ সকল সুবিধা প্রদান করে তাঁদের মাঠমূখী করতে হবে। ফলে আমরা পাব মাদকমুক্ত সুন্দর যুব সমাজ।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজশাহীতে এ ধরণের আয়োজনের ফলে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে। টুর্নামেন্টে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রেখে প্রকৃত খেলোয়াড় ও সংগঠকদের মূল্যায়ন করতে হবে।
বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্ব বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, টুর্নামেন্টের আহ্বায়ক নুরুজ্জামান নুরু। উল্লেখ্য, টুর্নামেন্টে ৩৩টি দল অংশগ্রহণ করছে।