নগরীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারীর প্রতি বৈষম্য নিরসনে চাই সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন।’



এই সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।অন্যদের মধ্যে আলোচনা করেন কার্যকরী কমিটির সদস্য তাহেরা খাতুন, কৃষ্ণা সরকার, সিরাজুল নেতা পারুল প্রমুখ।

সভা বক্তারা বলেন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সিডও সনদের ধারা ২ এর ১৬-১(গ) এর পূর্ণ বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন এবং বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সভাপতি তার বক্তব্য বলেন,সিডও হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। এর বাস্তবায়ন হলে উপকৃত হবে নারী পুরুষ অর্থাৎ পরিবার , সমাজ , দেশ। সিডর শুধুমাত্র নারীর বিষয় নয় সমাজ উপকৃত হলে পুরুষ ও উপকৃত হবে কারণ কন্যা সন্তান মা-বাবা দুজনেরই। তিনি বলেন নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সিডও বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version