বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র্যাব-৫ সদর কোম্পানীর একটি দল অভিযানে চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (৩ জুন) বেলা ১১টার দিকে নগরীর শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের ২নং গেটের পাশে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীদের গ্রেফতার করে র্যাব।
উদ্ধার মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৪ পুরিয়া হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর তেরখাদিয়া এলাকার মমতাজ আলীর ছেলে রাব্বি (২৬) একই এলাকার হাকিমের ছেলে তুষার আলী (২৫), বিলসিমলা এলাকার ঈমান আলীর ছেলে মেহেদি হাসান (২৬) ও তেরখাদিয়া এলাকার জমসেদ আলীর ছেলে হাবিবু রহমান (৩৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে র্যাবের একটি দল নগরীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের ২ নং গেটের পাশে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে ওই চারজনকে গ্রেফতার করে র্যাব।
পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার হয়। গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে পরস্পর যোগসাজসে গাঁজা হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল তারা বিক্রি করে আসছিল। পরে তাদের নগরীর রাজপাড়া থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।