নগরীতে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের মত নগরীতেও  মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও র‌্যালিতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরীর ভদ্রা মোড় এলাকায় শুরু হওয়া র‌্যালিটি তালাইমারি মোড় হয়ে আলুপট্টি ঘুরে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের সামনে দিয়ে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর ভারপ্রাপ্ত  বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরাদের প্রধান টার্গেট কোমলমতি শিশুরা। তাদের অনায়াসে ভুলিয়ে মাদক হাতে তুলে দেয়া যায়। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, পুরো পরিবারকে ধব্বংস করে। এখনই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ, মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার কর্ণেল কেএম ইমাম আহসান, রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কামার সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী।
এদিকে মাদকনিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে ২০১৬ সালে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযানের একটি তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রাজশাহী জেলায় ৯৫৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫৯ জন আসামির বিরুদ্ধে ৩১৮টি মামলা দায়ের করা হয়। এ অভিযানে ১ হাজার ৪৯৭ বোতল ফেন্সিডিল, ২ দশমিক ৭৫৫ কেজি হেরোইন, ৫ হাজার ৩৭১ পিস ইয়াবা, ৭ দশমিক ৬৯৩ কেজি গাঁজা, ৭৭ লিটার চোলাইমদ। অন্যদিকে একই বছরে ৫ বোতল বিদেশি মদ, ওয়াশ ৩ হাজার ৮২০ লিটার, তাড়ি ৬০০ লিটার, পঁচুই ৫৫০ লিটার। শুধু মদ বা মাদকদ্রব নয় উদ্ধার করা হয়েছে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি ম্যাকজিন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেটসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠন থেকে মাদকবিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করে।
মহাস্থান রেজিমেন্ট বিএসসিসি: মাদক বিরোধী বিশেষ র‌্যলির আয়োজন করা হয়। রালিটি নগরীর শহীদ এএইচএম কামারুƒজ্জামান কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রালিতে মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল কেএম ইমাম আহসান ও ৩ মহাস্থন ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর মোবেশ্বর হোসেন চৌধুরী, ১৫ জন বিটিএফও-পিইউও, ৫জন এনসিও, রেজিমেন্টের বাদক দলসহ ৩০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।
হাউজিং এষ্টেট বালিকা উচ্চ বিদ্যালয়: হাউজিং এষ্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  মানববন্ধন ও র‌্যালিটি উপশহর নিউ মার্কেট রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী অংশগ্রহণ করেন। মাদকবিরোধী অনুষ্ঠানে ১৪ নম্বর ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন আহমেদ খালেক প্রমুখ। এসময় প্রধান শিক্ষক সাইদুল ইসলাম মাদকের  বিরুদ্ধে শিক্ষার্থী ও সকলকে ‘না’ বলার অঙ্গিকার করেন।
বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ: বঙ্গবন্ধু কলেজে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীরা মাদকবিরোধী বক্তব্য প্রদান করে। সভায় অধ্যক্ষ মো. নূরুল ইসলাম সভাপতিত্বে সভায় উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান তার বক্তৃতায় ‘এসো বই পড়ি, মাদক মুক্ত জীবন গড়ি’ শ্লোগানের উপর পূর্ণাঙ্গ বক্তব্য প্রদান করেন। সভায় আরো বক্তব্য দেন, মো. মিয়াজ উদ্দীন, মো. লুৎফর রহমান, মোসা. শুকরিয়া ইয়াসমিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ