নগরীতে মাদকসহ গ্রেফতার ৪৪

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মহানগর পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মো সোহেল বিশুকে (৩০) ৪ গ্রাম হেরোইন, আলমগীর হোসেন টিটুকে (২৮) ১৫ পিচ ইয়াবা, জাহাঙ্গীর আলম মন্টু (৪৮), ইউসুফ আলী (৪৫) ১৬ এমএল প্যাথেডিন, রাজপাড়া থানা পুলিশ আকবর হোসেন (৪২) ১০০ গ্রাম গাঁজা, ছাইদুর ইসলাম (১৮), প্রাণকৃষ্ণ সাহা (২৮) ৯ দশমিক ৫ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ মো. তৌফিককে (২০) ১০০ গ্রাম গাঁজা, শাহমখদুম থানা পুলিশ কামাল আলী (৩০), মো. মোস্তাকিনকে (২০) ১৫ পিচ ইয়াবা, ডিবি পুলিশ (১) ইউসুফ (৪৫) ১৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ