বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি রাফিজুল ইসলাম (২৭) মতিহার থানার ডাঁসমারী এলাকার মৃত রাহাত উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি রাফিজুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানার একটি টিম রাত ৩ টায় অভিযান চালিয়ে আসামি রাফিজুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আরএমপি’র মতিহার থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৯ ডিসেম্বর ২০১৯ রাত ১.৩০ টায় মতিহার থানার ডাঁশমাড়ি পশ্চিম পাড়া থেকে আসামি রাফিজুলকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এসআই আসলাম হোসেন আসামি রাফিজুলের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: ইমরান হোসেন আসামি রাফিজুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি রাফিজুলকে এ সাজা প্রদান করেন।