শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
জননেতা মাদার বখশ এর মত নেতাদের ধারণ করে রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশের ৫৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারায় এ কথা বলেছেন।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন রাজনীতি আজ রাজনীতির জায়গায় নেই। ব্যবসায়ীরা রাজনীতি দখল করে ফেলেছে। তারা রাজনীতিকে ব্যবসা বানিয়ে অবাধ লুটপাট শুরু করেছে। এ কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন রাজনীতিবিদদেরকে গত ৭ই জানুয়ারি নির্বাচনে জনগণ লাল কার্ড প্রদর্শন করে প্রত্যাখ্যান করেছেন। বক্তারা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লুটেরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত এআলোচনা হয়।সভায় সভাপতি করেন সংগঠন দুটি সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট আসলামউদ্দৌলার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক কবি ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক।
বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যালেন আই এর রিপোর্টার আবু সালে মোঃ ফাত্তাহ,সিনিয়র সাংবাদিক সুব্রত দাস , জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবে কার্যানির্বাহী সদস্য মোঃ আল-আমিন,আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়ার আহবায়ক সাগর নোমানী, স্মৃতি পরিষদের ৩০নং ওয়ার্ড আহবায়ক শ্রী তিশুল কুমার,আশিকুল ইসলাম উপপ্রচার সম্পাদক জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু,রাতুল সরকার, টিটু,আরিফ, রাকিবুল হাসান শুভ প্রমুখ।