রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে- দিবসটি উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার”- প্রতিপাদ্যে আলোচনা সভা ও র্যালিসহ নানা কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) সানিয়া বিনতে আফজল, পুলিশ অফিস রাজশাহীর পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন, ব্লাস্টের স্টাফ লইয়ার রেজাউল ইসলাম, ব্রাক জেলা সমন্বয়ক মো. মহসিন আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম।