বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর লালনশাহ্ মঞ্চ সংলগ্ন পদ্মা নদীর ধারে মাসব্যাপি শুরু হয়েছে ইদ আনন্দ ও পণ্য মেলা। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান।
ইদ আনন্দ ও পণ্য মেলা পরিচালনা কমিটির সভাপতি রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসেল, মেলা কমিটির সদস্য বেনজীর আহম্মেদ ও কাউসার আলম সোহাগসহ কমিটির অন্যান্য সদস্যগণ।