শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:নগরীতে বৈকালী সংঘ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪এর উদ্বোধন করা হয়। নগরীতে মাসব্যাপি চলবে এই আসর। এতে মোট ৩৫টি দল অংশ গ্রহন করছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠে বৈকালী সংঘ, রাজশাহীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও অত্র টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠোপোষক জানে আল খান জনি। এসময়ে তিনি বলেন, এই আয়োজনে শরীক হতে পেরে তিনি অনেক আনন্দিত ও গর্বিত। শান্তি ও সুষ্ঠুভাবে এবং খেলোয়ারসুলভ মনোভাব নিয়ে প্রতিটি দলের খেলোয়াড়দের খেলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সকল ধরনের খেলার মাধ্যমে যুবসমাজ সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে।
তিনি আরো বলেন, একটি দেশ বিশ্বের দরবারে দ্রুত পরিচিত লাভ করেন। এই ধরনের আয়োজনে অতিত ও বর্তমানের ন্যায় আগামীতেও থাকার প্রত্যয়ব্যক্ত করে অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে নগরীতে মাসব্যাপি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু।
রাজশাহী বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সেফ রাজশাহী সত্ত্বাধিকারী ও এই টুর্নামেন্টের দ্বিতীয় পৃষ্ঠোপোষক এস.এম শিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, বৈকালী সংঘের সদস্য সালাউদ্দিন রতন, হকি প্রশিক্ষক রায়হান হালিম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনসারুল ইসলাম খিচ্চু, বৈকালী সংঘের সিনিয়র সদস্য ইলিয়াস হোসেন আজাদ ও শরিফুল আবেদিন শিমুল।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী জেলার বাহিরের চারটি দলসহ এবারের টুর্নামেন্টে মোট ৩৫টি দল অংশগ্রহন করছেন। নক-আউট ভিত্তিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী ম্যাচে ঈশ্বরদী ক্লাব ও রাজশাহী কিংস মুখোমুখি হন। ঈশ্বরদী ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৮উইকেট হারিয়ে ১৭৫রান করে। জবাবে রাজশাহী কিংস সবকটি উইকেট হারিয়ে ১৩৭রান করে। মোট ৩৮রানে ঈশ^রদী ক্লাব জয়লাভ করে।