নগরীতে মুদিখানা ও বাড়িতে অগ্নিকাণ্ড

আপডেট: অক্টোবর ২৩, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীতে পৃথক মুদি দোকান ও বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার শাহেদ আহম্মেদের দোতালা ভবনের এবটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে ঘরে থাকা, খাট, পোশাকসহ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, নগরীর ঘোড়ামারা এলাকার মিজানুর রহমান তুষারের মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগরবাতি জ¦ালিয়ে বাজারে দোকানের মালামাল কিনতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আগরবাতি থেকে দোকানে আগুন লাগে। এতে দোকানের মালামালসহ এক লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ