সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মুহম্মদ এলতাস উদ্দিন সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী লেখক পরিষদের আয়োজনে মুহম্মদ এলতাস উদ্দিন সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় রাজশাহী টিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলী খান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী লেখক পরিষদের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামানিক। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা এবং মুহম্মদ এলতাস উদ্দিনের পুত্র ড. মুহাম্মদ আফজাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি টিটি কলেজের উপাধ্যক্ষ ড. বিশ্বজিৎ ব্যানার্জী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার।