নগরীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) শহিদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।।

দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দেয়ার মধ্যেদিয়ে শুরু হয়। দিনব্যাপি চলে বিভিন্ন অনুষ্ঠান। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসকারি ছাড়াও ব্যক্তি উদ্যোগে অনেকেই আলোক সজ্জা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবন।

জানা গেছে, সকাল ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরআগে নিউ গভঃ ডিগ্রি কলেজের সামনে থেকে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

এছাড়া বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছ, দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন অনেকেই। দিবসটি উপলক্ষে দিনভর বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ