রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি রাকিব হাসান শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি রাকিব হাসানের বিরুদ্ধে ডিএমপি ঢাকার শাহবাগ থানার এক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা শাহমখদুম থানায় মুলতবি ছিল।
আসামি রাকিবকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। বুধবার (১৩ জুন) রাত সোয়া ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি রাকিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।