শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
নিত্য পণ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় যুবজোট জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রানীবাজার বাটার মোড় এ সমাবেত হয়ে জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আব্দুল মজিদ, মহানগর সংখ্যালঘু আদিবাসী বিষয়ক সম্পাদক প্রেমানন্দ দেবনাথ, জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, জাসদ জেলা কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান সামসু প্রমুখ।