শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী বিভাগীয় জনসভা। জনসভার ১ দিন আগে নগরীর বিভিন্ন এলাকার হাজারও অসহায়, দরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর উপশহরের নিজ বাসভবনে শাড়ি, লুঙ্গিগুলো বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
নতুন বস্ত্র সামগ্রী পেয়ে আবেগআপ্লুত হয়ে তারা বলেন, অর্ণা জামান আমাদেরকে সব সময় এরকম সাহায্য সহযোগিতা করে। আমরা সবাই তার জন্য মনে থেকে দোয়া করি। আর তিনি এবারে আমাদেরকে যে নতুন বস্ত্র দিয়েছেন তা পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাবো।
ডা. অর্ণা জামান সাংবাদিকদের বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দীর্ষদিন পর রাজশাহীতে আসছেন এবং সে জায়গা থেকে সকলেই প্রত্যেকটা সংগঠন থেকে চেষ্টা করছে বিভিন্ন কাজ করার। প্রতিদিন প্রচার মিছিল হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, জনসাধারণের কাছে গিয়েছি আমরা। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে তিনি আসবেন তাই এটি আমাদের পক্ষ থেকে সকলের মুখে হাসি ফুটানোর জন্য একটি ক্ষুদ্র প্রচেষ্টা।