শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে পুলিশের অভিযানে এক শিবিরকর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মিলনকে ১০ পিচ ইয়াবা, আবদুল বারিককে ৩ গ্রাম হেরোইন, সোহেল রানা বাইদুল (২৬) শিবির কর্মী।
নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৩ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ২৯ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।