রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে পুলিশের অভিযানে একজন আব্দুস সামিয়া শিশির (২৩) নামের এক শিবিরকর্মীসহ মোট ৪৭ জনকে আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল সোমবার নগরীর বিভিন্নস্থানে এ অভিযান চালায় পুলিশ।
অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১৮ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা দুই জন ও ডিবি পুলিশ একজনকে আটক করে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চার জন মাদক ব্যবসায় ও ২৫ জন বিভিন্ন অপরাধে আটক করা হয়। আটককৃতদের মধ্যে থেকে রাজপাড়া থানা পুলিশ টুটুল (৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও আশরাফ আলী শ্যামলের (২৮) তিন গ্রাম হেরোইন উদ্ধার করে। মতিহার থানা পুলিশ সোহাগ শেখের (২৫) কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। শাহ মখদুম থানা পুলিশ আলমগীর হোসেন বাবুলের কাছ থেকে গাঁজা উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।