রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে শিবিরকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৯ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ১০ ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত, ৩ জন মাদক, ১ জন রাজনৈতিক আটক ও অন্যান্য অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মহানগর পুলিশের সিনিয়ির সহকারি পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, রাজপাড়া থানা পুলিশ মো. বাবু (৩৫) ২ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ (২) মো. টুয়েল (২৮) ২০ পিচ ইয়াবা, শাহমখদুম থানা পুলিশ মোছা. সোনাভান (৫৫) ৮০ গ্রাম গাঁজা, ডিবি পুলিশ মো. সালাউদ্দিন মাহমুদ রানা(২৫) ১ জন শিবির কর্মীকে গ্রেফার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।