নগরীতে শিবিরকর্মীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৪

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে শিবিরকর্মীসহ বিভিন্ন অপরাধে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম। তিনি বলেন, নাশকতার মামলায় গোয়েন্দা পুলিশ সারোয়ার হোসেন ওরফে সারোয়ার কবির (২৪) নামে একজন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।  তাকেসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ইফতে খায়ের আলম আরও বলেন, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১০ জন, শাহ মখদুম থানা ছয় জন, এবং ডিবি পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, একজন রাজনৈতিক কারণে ও অন্য অপরাধে ৩০ জন গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে এই অভিযানে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ