শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মামুন শাহীনকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে দাশপুকুর এলাকা হতে তাকে গ্রেফতার করে। পরে গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র কমিশনার ইফতে খায়ের আলম।
ইফতে খায়ের আলম জানান, তিনি সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এছাড়া গতকাল নগর পুলিশ অভিযানে চালিয়ে আরো ৪১ জন গ্রেফতার করেছে। এইসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। অভিযানে, বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৫ জন ও ডিবি পুলিশ তিন জনকে আটক করেছে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য ২০ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। বোয়ালিয়া থানা পুলিশ মো. সনেটের (২৩) কাছ থেকে ১৫ পিস ইয়াবা, রাজপাড়া থানা পুলিশ মো. বাবুর (২৬) কাছ থেকে ২ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ মীর শামসুল আরেফিন সোহেল (৩৫) ও মো. মানিকের (২০) কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।