শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামকরণে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ শুরু হয়েছে। উক্ত প্রতিযোগিতা উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফুর রহমান বাবু।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উক্ত প্রতিযোগিতায় রাজশাহী মহানগরসহ ৯টি উপজেলার প্রায় ৩শো প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ গ্ৰহণ করে।