সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টে গতকাল রোববার (৯জুন) দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় লর্ডস ক্রিকেট কোচিং সেন্টার ২ উইকেটে হারায় শাপলা ক্রীড়া লিমিটেডকে। টসে জিতে শাপলা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইেেকট হারিয়ে তোলে ১০৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ বিপ্লব ২৮ ও রবিউল ২৩ রান করেন। বিপক্ষে অপু ১৬ ও সোহাগ ১৮ রানে ২টি করে উইকেট নেন। জবাবে লর্ডস ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে তোল ১০৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ লিমন ২৬ রান করে।
বিপক্ষে তালেব ১৩ রানে ৩টি ও বিপ্লব ১৭ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় এ্যাভেঞ্জার ৩ রানে হারায় গ্রীন বাংলাদেশ ডেপলপারসকে। টস জয়ী এ্যাভেঞ্জার ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ আশিক ৪৭ ও পল্লব ২৫ রান করে। বিপক্ষে সাজিম ২৯ রানে ২টি উইকেট নেন। জবাবে গ্রীণ বাংলাদেশ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদি ৫১ ও আকাশ ৩০ রান করেন। বিপক্ষে সবুজ ১৭ ও তসলিম ১৯ রানে ২টি করে উইকেট নেন।