নগরীতে শেষ সময়ে বিক্রি বেড়েছে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলায়

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


আগামি ৫ নভেম্বর শেষ হবে রাজশাহীতে মাসব্যাপী চলা ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা। শেষ সময়ে বিক্রি বেড়েছে মেলায়। তবে ব্যবসায়ীদের দাবি আশানরূপ বিক্রি হচ্ছে না মেলায়। মেলায় ক্রেতাদের উপস্থিত থাকলেও কেনা-বেচায় ভাটা।



শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গ্রিনপ্লাজার মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে দর্শনাথীদের ভিড়। মেলার ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি, গিফট কর্নার, খেলনা ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগরদোলাসহ তিনটি রাইডস রয়েছে।

মেলায় বেশি ভিড় হচ্ছে গার্মেন্টস, ক্রোকারিজ সামগ্রী ও খেলনার দোকানগুলোতে। দর্শনার্থী কলেজ শিক্ষার্থী তামান্না-ই জান্নাত পরিবারের তিন সদস্যকে নিয়ে মেলায় এসেছেন। তিনি বলেন, ক্রোকারিজের বিভিন্ন জিনিসপত্র কিনেছেন তিনি। এছাড়া শিশুর জন্য খেলনা কেনা হয়েছে। মেলায় পোষাকের দোকানে ভিড় বেশি। দোকানে তাঁতের কাপড় বেশি বিক্রি হচ্ছে।

অপর দর্শনার্থী রিক্তা বেগম বলেন, আমার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মেলায় এসেছি। শুধু একটা বাচ্চার খেলনা কিনেছেন ৩০০ টাকায়। এখানে কেনাকাটা বড় কথা নয়, আনন্দটাই গুরুত্বপূর্ণ।

বিক্রেতা রিয়জ ইসলাম জানান, মেলায় দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। তবে তুলনামূলক বিক্রি কম। গত কয়েক দিনের তুলনায় বিক্রি আরও কমে গেছে। ৫ নভেম্বর পর্যন্ত চলবে। আশা করা যাচ্ছে শেষ কয়েক দিনে বিক্রি বাড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ