নগরীতে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম, মাছ-মাংস ও সবজির দাম

আপডেট: জুন ৯, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বাজারে এক সপ্তাহে কমেছে মাছ-মাংস ও সবজির দাম। তবে দুইদিনের ব্যবধানে কেজিতে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। এছাড়াও দাম কমেছে ডিমের।

শুক্রবার (৯ জুন) রাজশাহী নগরীর বিভিন্ন বাজারে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। নগরীর বিভিন্ন দোকানে লাল ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। গত সপ্তাহে ছিল ৪৬ টাকা হালি। এছাড়া সাদা ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা হালিতে। এছাড়াও দেশি মুরগি ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৫৪ টাকা হালিতে।

নগরীর সাহেববাজার, হড়গ্রাম বাজার, শালবাগান বাজার ও তালামারী বাজার ঘুরে দেখা গেছে, মুরগীর দাম বেশ কমেছে। গত সপ্তাহে ২০০ টাকা কেজি বয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। লাল সোনালী মুরগী প্রতিকেজিতে দাম কমে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশী মুরগী পাওয়া যাচ্ছে ৪৮০ টাকা কেজিতে। যা গত সপ্তাহে ছিল ৫২০ টাকা কেজি। এছাড়া পাতিহাঁস পাওয়া যাচ্ছে ৪২০ টাকা কেজি। এদিকে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও গরুর মাংস প্রতিকেজি ৭২০ ও খাসি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এই সপ্তাহে দাম কমেছে মাছেরও। বড় ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজিতে, বাগদা চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ১০০০ টাকা, চিংড়ি মাঝারি ১৩০০ টাকা, প্রতি কেজি পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, টেংড়া ৬০০ টাকা কেজি, শিং মাছ বিক্রি হচ্ছে কেজি ৬০০ টাকা, বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা, পাঙাস মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা, চাষের কই প্রতি কেজি ৫৫০ টাকা, দেশি কই ৬০০ টাকা, বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ টাকা, ছোট তেলাপিয়া ১৫০, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে দুইদিনের ব্যবধানে দাম বেড়েছে ভারতীয় পেঁয়াজের। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা কেজিতে হলেও শুক্রবার তা বিক্রি হয়েছে ৬০ টাকা কেজিতে। এছাড়া দেশি পেঁয়াজও ১০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাস্টারপাড়ার আড়তদাররা জানিয়েছেন, পাইকারি প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। তারা ভারত থেকে আমদানি করেছেন ২০ থেকে ২৫ টাকা কেজিতে। পরিবহনসহ পণ্য খালাসসহ প্রতিকেজিতে ২৫ টাকা করে পরে যাচ্ছে দাম। তাই পাইকারি দামও ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সাহেববাজারের খুচরা ব্যবসায়ী বলেন, আড়তদাররা পাইকারিতে বেশি রাখছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দুইদিন আগেও তো ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছেন এমন প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ৪০ টাকায় পঁচা পেঁয়াজ পাবেন। এই দামে আমি কখনও ভারতীয় পেঁয়াজ বিক্রি করিনি।

এই সপ্তাহে সবজিতে ব্যাপক দরপতন হয়েছে। আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, দেশী আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। দেশী আদা বিক্রি হয়েছে ১৮০ টাকা ও ইন্ডিয়ান আদা ১৬০ টাকা। রসুনও বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এই সপ্তাহে পটল ৫০ টাকা কেজি, লাউ ৩০ থেকে টাকা, কচু ৬০ টাকা, কাঁচা পেঁপেঁ ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ঢেঁড়স ৪০, করোলা ৪০, শশা ৫০ টাকা, বরবটি ৫০, ঝিঙে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ