সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে সবুজ জ্বালানী ও যুব জলবায়ু উৎসব ২০১৬ অনুষ্ঠিত হবে আজ। আজ রোববার সকাল সাড়ে ৮টায় নগরীর মিয়াপাড়াস্থ রাজশাহী সাধারণ গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সম্মেলনের উদ্বোধন করবেন, সবুজ মানুষ কার্তিক পরামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী সিটি করপোরেশনের দ্বায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিক, রুয়েটের শিক্ষক জ্বালানী বিশেষজ্ঞ ড. রবিউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এহবুবর রহমান, মাহবুব রহমান ও অভিজিত রায়।
সম্মেলনে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, বরেন্দ্র তরুণ ঐক্য, রাজশাহী কমিউনিটি ডেভলপমেন্ট-আরসিডি, স্বপ্নচারী উন্নয়ন তরুণ সংগঠন, রোটার্যাক্ট ক্লাব অব নর্থ বেঙ্গল, ইচ্ছে, আরইউএসসি, জিরোসিক্স-জিআরজেড, নবজাগরণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি, সেভ দ্যা নেচার এন্ড লাইফ সোসাইটি, স্বপ্নœ আশার আলো তরুণ সংঘ, বরেন্দ্র স্বেচ্ছাসেবী উদ্যোগ, আলোর পথে তরুণ সংঘ, রিশিকুল, পবা তরুণসহ বেশকিছু সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।