নগরীতে সব ধর্মের নেতৃবৃন্দের সাথে ধর্ম উপদেষ্টার মতবিনিময় সভা

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে উলামা মাশায়েখ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মের নেতৃবৃন্দের সাথে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠান হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মতবিনিময় সভায় জেলার সব ধর্মের নেতৃবৃন্দের সাথে ধর্ম উপদেষ্টা মতবিনিময় সভা করেছেন।

সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এসময় ইমাম প্রশিক্ষন একাডেমির সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব ছাদেক আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। কুরআন তিলাওয়াত করেন দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ক্বারী মনোয়ার হোসাইন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এফ.এম.এ এইচ তাকি, ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাথরঘাটর অধ্যক্ষ সুশীল প্রিয়াভক্ষু, দারুল আরকাম শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মো. আল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহীর সভাপতি ড. মুহাম্মদ কাওসার হুসাইন, ওলামা মাশায়েখ বিভাগ রাজশাহীর সভাপতি মাওলানা রুহুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মোঃ নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, রামকৃষ্ণ মিশন আশ্রম রাজশাহীর পুরোহিত অরুন কুমার সত্য, খ্রীষ্টধর্মের প্রতিনিধি ক্যাথলিক ধর্মযাজক ফাদার প্যাট্রিত গোমেজ।

এর আগে, পবা উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে
পবা উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থিত আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসা ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন ও মতবিনিময় সভা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ