নগরীতে সমবায় ব্যাংকের বার্ষিক সভা

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সমবায় ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ৮১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর সোনাদিঘি মোড়ে সমবায় ব্যাংকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সমবায় ব্যাংকের রাজশাহী শাখার সাবেক সভাপতি হারুন-অর-রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালিয়া থানা সমবায় অফিসার আবদুল হাকিম, সমবায় ব্যাংকের রাজশাহী শাখার নির্বাহী সদস্য মতিলুবুর রহমান, পুঠিয়া ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতির সভাপতি মো. শামসুজ্জোহা, মাড়িয়া ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতির সভাপতি মো. সানাউল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমবায় ব্যাংকের রাজশাহী শাখার সভাপতি মো. সোলাইমান। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাকিম। সভায় সমবায় ব্যাংকের রাজশাহীর বিভিন্ন স্তরের অংশীদাররা অংশ নেন। এ সময় ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনা শেষে ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথি ডাবলু সরকারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।