নগরীতে সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ

আপডেট: জুন ৬, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


নগরীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত সাইদুর রহমান স্কুল এন্ড কলেজ এর প্রাইমারী শাখার প্রথম সাময়িক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা শফিকুল ইসলাম বাচ্চু ও ফজলুল করিম, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের অর্থ সচিব আলমগীর হোসেন ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মনিরুল ইসলাম। শিক্ষক আব্দুল কাদের এর সঞ্চালনায় সাইদুর রহমান স্কুল এন্ড কলেজ এর অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ