নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট: মার্চ ১৯, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: মোখলেসুর রহমান রঞ্জু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজারের মো: মিজানুর হরমানের ছেলে। সে নিউ আড়ং সুজ দোকানের প্রোপাইটর।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মোখলেসুর রহমান রঞ্জুর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। মো: মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মোখলেসুর রহমান আত্মগোপনে থেকে নগরীর কাটাখালী বাজারে ব্যবসা করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির তাং-এর নেতৃত্বে এসআই মো: আবু হায়দার ও তাঁদের টিম মঙ্গলবার দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি মো: মোখলেসুর রহমানকে কাটাখালী বাজার থেকে গ্রেপ্তার করে বিঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ