নগরীতে সাজাপ্রাপ্ত আসামীসহ অভিযুক্ত তিন চোরকে গ্রেফতার

আপডেট: মে ১৪, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীসহ টেলিভিশন চুরির সাথে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকায় টেলিভিশন চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করে চোরাই টেলিভিশন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো- কাউসার আলী (৪০), রাকিব (৩২) ও ফজলুল হক (৬২)। কাউসার নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে, রাকিব একই থানার পূর্ব রায়পাড়ার আসর উদ্দিনের ছেলে ও ফজলুল হড়গ্রাম পূর্বপাড়ার মৃত খোস মোহাম্মদের ছেলে।

সূত্রে জানা যায়, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব মোল্লাপাড়া এলাকার প্রভাস টুডু ও তাঁর স্ত্রী গত ৫ মে সকালে তার বৃদ্ধ মাকে বাড়িতে রেখে অফিসের উদ্দেশ্যে বের হন। প্রভাস টুডুর মা সকাল সাড়ে ১০ টায় ঘরে শিকল দিয়ে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন টেলিভিশনটি নাই। তারা আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম সোমবার (১৩ মে অভিযান চালিয়ে হড়গ্রাম টুলটুলিপাড়া মোড় থেকে আসামি কাউসারকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে সকাল ১০ টায় আসামি রাকিবকে এবং সাড়ে ১০ টায় আসামি ফজলুলকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া টেলিভিশনটি উদ্ধার হয়।

অপর অভিযানে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে মৃত কোরবান আলীর ছেলে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় সিআর মামলায় তিন মাসের করাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কশিয়াডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (১৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর রহমান তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ