সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দল পলিটব্যুরো সদস্য মুক্তিযোদ্ধা কমরেড লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা কমরেড আনসার আলীকে সম্পাদক নির্বাচিত করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হন, কমরেড শামসুজ্জোহা, শামসুজ্জামান ডালিম ও নুরুল ইসলাম এবং সদস্য নির্বাচিত হন, ভুলু মহলদার, স্যামুয়েল কিসলু, মাসুদ করিম, আলতাফ হোসেন, আব্দুর রাজ্জাক, রায়হান সরকার রাজীব, শরিফুল ইসলাম ও ডালিম হোসেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশের সাম্যবাদী দল রাজশাহী জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য শামসুজ্জামান ডালিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।