নগরীতে সিলিন্ডার বিস্ফোরণে আহত এক

আপডেট: ডিসেম্বর ২০, ২০১৬, ১০:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :



নগরীতে সিলিন্ডারে গ্যাস ঢুকানোর সময় সিগারেটের আগুন পড়ে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। গত সোমবার দিবাগত গভীর রাতে নগরীর হেতেমখাঁ ছোট মসজিদের কাছে এ ঘটনায় আহত ফায়সাল আলীকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম বলেন, ফায়সাল আলী এলপি গ্যাস সিলিন্ডার থেকে ছোট টিনের সিলিন্ডারে গ্যাস ভরে বিভিন্ন জুয়েলার্সের দোকানে দেন। সোমবার রাতেও সিলিন্ডারে গ্যাস ঢুকানোর কাজ করছিলেন তিনি। ওই সময় তিনি সিগারেটও পান করছিলেন। এক পর্যায়ে সিগারেটের আগুন পড়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ