নগরীতে সৌন্দর্য্যবর্ধনের কাজ পরিদর্শন করলেন সাংসদ বাদশা

আপডেট: আগস্ট ৫, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীর শাহ্ মখদুম কলেজ থেকে তালাইমারী পর্যন্ত সৌন্দর্য্য বর্ধনের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রাসিক পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জমান কামরু, ২৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, রাসিকরে নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনের সময় ফজলে হোসেন বাদশা বলেন, নগরীর সৌন্দর্য্যবর্ধনসহ অন্যান্য উন্নয়নমুলক কাজ করার জন্য সিটি করপোরেশনকে ত্রিশ কোটি টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে থেকে এই কাজ সম্পন্ন হচ্ছে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ