মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
কবিকুঞ্জে ‘স্বপ্নঘুমে জেগে থাকে প্রেম’ গ্রন্থটির প্রকাশনা উৎসব পালিত হলো। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মিয়াপাড়ায় বঙ্গবন্ধুর পরিষদের কার্যালয়ে গ্রন্থটির প্রকাশনা উৎসবের আনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি বীথি মজিদা। স্বাগত বক্তব্য রাখেন, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুর হক কুমার। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক কবি সালিম সাবরিন।
কবির বই থেকে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী রাশেদ-উন-নবী আহসান, কবি মাহী ফ্লোরা, কবি মনিরুল ইসলাম, কবি দ্বিপালী রানী সরকার, কবি শামীম ডেইজী লিপি, কবি লোকমান হোসেন, কবি আলমগীর মালেক, বাচিক শিল্পী রওশন আরা বেলি, হাবিবুল ইসলাম তোতা কবি কাবেরী সাহা,বাচিক শিল্পী ও নাট্য অভিনেতা আহমেদ আজিজ আহসান মানিক, কবি শামীম নাইস। আর কবির গ্রন্থ নিয়ে আরও আলোচনা করেন প্রফেসর ড. শিখা সরকার, কবি সিরাজুদ্দৌলা বাহার
কবি কামরুল বাহার আরিফ আর আয়োজনে অনুভূতি প্রকাশ সমাজ সেবক ইমতিয়াজ আহমেদ ও কবি সেঁজুতি রহমান। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে জলধি প্রকাশ। কবির দীর্ঘ জীবন ও কবিতার জয় প্রার্থনা দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।