রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর টিকাপাড়ায় বৃষ্টিতে জলাবদ্ধ রাস্তা-সোনার দেশ
রাজশাহী জুড়ে বেশ কয়েকদিন থেকে বৃষ্টির দেখা নেই। ফলে তীব্র গরমে অসস্থির জীবনযাপন করতে হয়। গতকাল শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘের দেখা। হালকা গুড়ি-গুড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে একবারে থেমে যায়। কিন্তু বিকেলে দিকে শুরু হয় অবিরাম স্বস্তির বৃষ্টি।
এই বৃষ্টিতে কিছুটা নগর জীবনে খেটে খাওয়া মানুষগুলো একটু বিপাকে পড়ে। তবে বৃষ্টিতে ভিজে অনেকটাই স্বস্থির সঙ্গে বাড়ি ফিরেছেন অনেকেই। আবার কেউ কেউ বৃষ্টি একটু থামলে বাড়ি যাবে এমন আশায় অপেক্ষা করেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে।
নগরীর বিনোদপুর এলাকায় কথা হয় নাজমুল হক নামের একজন দিনমজুরের সঙ্গে। তিনি বলেন, তার বাড়ি নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায়। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজবেন না বলে সেখানে অবস্থান করেন, বৃষ্টি থামলে বাড়ি ফিরবেন তিনি।
আবহাওয়া আফিসের আবহাওয়া জেষ্ঠ পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার। সকাল ও বিকেলে বাতাসের আদ্রতা ছিল শতভাগ। এই বৃষ্টি আরো দুই-একদিন চলমান থাকবে বলে আবহাওয়া আফিস জানায়।