রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা। নিহত রনি রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুল আলম। তিনি বলেন, যুবদল নেতা রনি নগরীর আমচত্বর হয়ে মোটরসাইকেল যোগে খড়খড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া চলমান বলে জানান এই কর্মকর্তা।